সুন্দরগঞ্জে ৪ পুলিশ স্মরণে আলোচনা সভা
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের নিহত ৪ পুলিশ সদস্য স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে আয়োজনে পুলিশ তদন্ত কেন্দ্র প্রাঙ্গণে এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। থানা অফিসার ইনচার্জ, আব্দুল্লাহিল জামানের সভাপতিত্বে বিশষ অথিতির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আউয়াল, থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) তাজুল ইসলাম, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি অধ্যক্ষ একেএম হাবিব সরকার, বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান নজমুল হুদা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল আলম রেজা, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল। বামনডাঙ্গা ইউনিয় পুলিশিল কমিটির সভাপতি সমেশ উদ্দিন বাবু, সোনারায় ইউনিয়নের সভাপতি রেজাউল করিম, ঘটনার প্রত্যক্ষদর্শী আমিনুল ইসলাম। গত ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক দেলওয়ার হুসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণাকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের নারকীয় তান্ডবে উক্ত পুলিশ তদন্ত কেন্দ্রের কর্তব্যরত ৪ পুলিশ সদস্য নিহত হন। নিহতরা হলেন জেলার সাঘাটা উপজেলার খামার ধনরুহা গ্রামের খাজা নাজিম উদ্দিন, রংপুরের পীরগাছা উপজেলার রহমতেরচর গ্রামের তোজাম্মেল হক, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কিশামত গোবধা গ্রামের হযরত আলী ও বগুড়ার সোনাতলা উপজেলার ঠাকুরপাড়া গ্রামের বাবলু মিয়া। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে নিহত পুলিশ সদস্যদের পরিবারকে সহযোগিতা প্রদান করেন জেলা পুলিশ সুপারসহ অন্যান্য অতিথি বৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অথিতি তাঁর বক্তব্যে বলেন একটা চক্র, একটা গোষ্ঠি ধর্মের অপব্যাখ্যা দিয়ে দেশে অস্তিতিশীল পরিবেশ সৃষ্টি করে থাকে। তাদেরকে প্রতিক্ষা করে চালার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে মাদক, জুয়া ও জঙ্গিবাদ নির্মুলে পুলিশকে সহযোগিতা করতে এগিয়ে আসার আহ্বান জানান।