নওগাঁ সীমান্তে ২শ ৯৩ জন অপরাধীর আত্নসমর্পন
ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ : নওগাঁ সীমান্তে অপরাধ দমনে বিভিন্ন রকম অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের আত্নসমর্পণ ও আলোর পথে শপথ গ্রহণ উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলার পোরশার নিতপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন স্থানে শনিবার বিকেলে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। নওগাঁ ব্যাটালিয়ান ১৬ বিজিবি কমান্ডার লে. কর্ণেল আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সীমান্ত অপরাধের কুফল বর্ণনা দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল তুহিদ মোহাম্মাদ মাসুদ। বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে সহকারী ভূমি কমিশনার (এ্যসিল্যান্ড) মো: সোরাহব হোসেন, পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। বক্তব্য শুরুর পূর্বেই সাপাহার-পোরশা উপজেলার ২শ ৯৩ জন সীমান্ত অপরাধী তাদের শপথ নামায় স্বাক্ষর করে স্ব-স্ব শপথনামা সেক্টর কমান্ডার এর নিকট জমা দিয়ে আত্নসমার্পণ করেন। এসময় উক্ত অনুষ্ঠানে সুধিজনেরা উপস্থিত ছিলেন।