রাজশাহী চেম্বার ভবনে আগুনে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি : রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভবনের সপ্তম তলায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট। রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার শহীদুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে তারা চেম্বার ভবনে আগুনের খবর পায়। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছান তারা। আগুন নিয়ন্ত্রণের জন্য প্রথমে রাজশাহী সদর দফতর থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে তাদের সঙ্গে যোগ দেয়। রাজশাহী চেম্বার ভবনের সাততলায় গ্রিন রিয়েল স্টেট কোম্পানির অফিস ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। সকালে অফিস খুলতে গিয়ে ওই ফ্লোরের ভেতর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান তারা। পরে সদর দফতরের তিনটি ইউনিট ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আসা একটি ইউনিট মিলে মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এবং প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এবিষয়ে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (ডিএডি) জাকির হোসেন জানান, চেম্বার ভবনের সাততলা ওই ফ্লোরে গ্রিন রিয়েল স্টেট কোম্পানির অফিসে লাগা আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে। এছাড়া ওই কোম্পানির এমডি মোস্তাফিজুর রহমান তাদের জানিয়েছেন, অফিসে নগদ পাঁচলাখ টাকা ছিল। এছাড়া অগ্নিকাণ্ডে তাদের আরও ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।