পলাশবাড়ীতে ভ্রাম্যমান আদালত ৪টি ইট ভাটায় অভিযান চালিয়ে ৭ লাখ টাকা জরিমানা
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে ৪টি ইট ভাটায় অভিযান চালিয়ে ৭ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল হোসেন এ অভিযান পরিচালনা করেন। এর মধ্যে উপজেলার বেতকাপা ইউনিয়নের সাকোয়া ব্রীজ সংলগ্ন নজেল হোসেনের এমএম ব্রিকস ও এমসিবি ব্রিকসকে দেড় লাখ টাকা করে ৩ লাখ টাকা এবং একই ইউনিয়নের আমলাগাছী গ্রামের আলহাজ্ব ছাদেক হোসেনের একই নামে দুটি হাজী ব্রিকস ও এসওবি ব্রিকসকে দুই লাখ করে ৪ টাকা টাকাসহ সর্বমোট ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে ইটভাটা গুলোতে আগুন নিভাতে পানি ছিটায় ফায়ার সার্ভিস কর্মীরা। এসময় পলাশবাড়ী থানা পুলিশ ও গাইবান্ধা ফায়ার সার্ভিসের যৌথ টীম উপস্থিত ছিলেন
উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন জানান, পরিবেশ ও জেলা প্রশাসকের ছাড়পত্র না থাকায় জরিমানা করা হয়েছে। আগামিতেও অভিযান অব্যাহত থাকবে।