গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত
রফিক সরকার গোয়াইনঘাট সিলেট : পূর্ব জাফলংয়ের গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বই বিতরণ উৎসব ২০২০ পালন করা হয়েছে। আজ (১ জানুয়ারি) বুধবার সকালে বিদ্যালয় হল রুমে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ করিম মাহমুদুল লিমনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সোহেল আহমেদের পরিচালনায় বই বিতরণ উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার (ভারপ্রাপ্ত) সভাপতি সামসুল আলম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির উপদেষ্টা ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদির, পূর্ব জাফলং আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য মোজাম্মেল হোসেন সিদ্দিকী মেনন, গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির উপদেষ্টা ও পূর্ব জাফলং আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক কামাল হোসাইন, বিদ্যালয় পরিচালনা কমিটির উপদেষ্টা আতাউর রহমান, মকসুস আলম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ভোরের ডাক এর গোয়াইনঘাট প্রতিনিধি রফিক সরকার, পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম খোকন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ইয়াকুব মিয়া, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও সীমান্ত যুব সংঘের সাধারণ সম্পাদক শাহ আলম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য তসলিমা বেগম, গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ কমিটির সদস্য লিটন মিয়া, মমতা বেগম, ব্যবসায়ী আব্দুল মান্নান প্রমুখ। আলোচনা সভা শেষে গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের হাতে নতুন বই তুলে দেন অতিথিবৃন্দ।