আসাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত
রফিক সরকার গোয়াইনঘাট সিলেট : সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ের আসাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বই বিতরণ উৎসব ২০২০ পালন করা হয়েছে। আজ (১ জানুয়ারি) বুধবার বেলা ১২ টায় বিদ্যালয়ের হল রুমে বই বিতরণ করা হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুকনউজ্জামান রুকনে র” পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বই বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি সামসুল আলম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূর্ব আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য মোজাম্মেল হোসেন সিদ্দিকী মেনন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নুরুজ্জামান, বিদ্যালয়েরর প্রধান শিক্ষিকা মাফরুজা আক্তার, পূর্ব জাফলং ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি রিয়াজুল ইসলাম খোকন,প্রমুখ।
আলোচনা সভা শেষে আসাম পাড়া প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের হাতে নতুন বই তুলে দেন অতিথিবৃন্দ।