সাপাহারে গাঁজার গাছ সহ মাদক ব্যাবসায়ী আটক
নয়ন বাবু, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহারে ২ টি গাাঁজার গাছ সহ সাড়ে ৯ শত গ্রাম গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় শরিফুল নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শরিফুল উপজেলার মরাপুকুর গ্রামের মৃত: আব্দুল রহিমের পুত্র বলে জানা গেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই জানান, মঙ্গলবার রাত প্রায় ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন কুমার ও ফারুক মো: জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ২ টি গাজাঁর গাছ ওজন সাড়ে ৯ শত গ্রাম গাঁজা সহ তাকে আটক করে। আটককৃত মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে এবং জেল হাজতে প্রেরণ করা হয়েছে।