মুজিবশতবর্ষ উৎযাপন উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধি : মুজিবশতবর্ষ উৎযাপন উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে, প্রেসক্লাবের সভাপতি দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সকল কাজে সম্পীতি-সৌহার্দ্য ও ভাল ব্যবহার শ্রেয়। সাতক্ষীরা প্রেসক্লাব জেলায় কর্মরত সাংবাদিকদের অন্যতম মিলনস্থল। প্রেসক্লাব কারও পৈত্রিক সম্পত্তি নয় যে এই জায়গাটি কলুষিত করে কেউ কুক্ষিগত করে রাখবে। সাতক্ষীরা প্রেসক্লাব অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষের ভরসাস্থল। সাতক্ষীরার মানুষের সাথে অন্যায় আচরণ করার জন্য প্রেসক্লাবকে অনেকে ব্যবহার করেছে। অন্যায়-অনৈতিকতা কখনো টিকে থাকে না। সাংবাদিকরাই প্রেসক্লাবে অবাধে যাতায়াত করবে। কোনো অসাংবাদিক যেনো প্রেসক্লাবকে কুক্ষিগত করতে না পারে সেদিকে জেলার সাংবাদিকদের সচেতন থাকতে হবে। কর্মরত সাংবাদিকরা যেনো অবাধে সাতক্ষীরা প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী কর্মরত সাংবাদিকদের প্রাপ্য সদস্যপদ প্রদান করা নৈতিক কাজ। অস্বচ্ছল সাংবাদিকদের সহযোগিতা করতে তাদের কল্যাণে আর্থিক সহযোগিতা, আবাসনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে হবে। সাংবাদিকরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে সেদিকে নেতৃবৃন্দকে অগ্রসর হতে হবে। সাতক্ষীরা প্রেসক্লাব মহান মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর আদর্শের অন্যতম প্রতিষ্ঠান। প্রেসক্লাবের নেতৃত্ব পরিচালিত হবে মুক্তিযুদ্ধের চেতনায় লালিত আদর্শের প্রতি আস্থা ও শ্রদ্ধাশীল থাকতে হবে নেতৃবৃন্দের। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলাদেশ টেলিভিশন এর জেলা প্রতিনিধি মোজাফ্ফার রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম,আবু সাঈদ,হারুনার রশিদ প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় অনান্য সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।