সাতক্ষীরায় পৃথক অভিযানে হরিণের মাংস, চামড়া, মাথা মোটরসাইকেল সহ গ্রেফতার ৬

আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় পৃথক ২ টি অভিযানে কোস্ট গার্ড ও পুলিশ হরিণের মাংস, মাথা ও চামড়া সহ ২ মটরসাইকেল সহ ৬ জনকে আটক করেছে। জানা গেছে ৩০ জানুয়ারি বিকাল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি ষ্টেশান এর একটি টহল দল ছোট কুমড়াকাঠি খাল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ কেজি জবাইকৃত হরিণের মাংস, তিনটি হরিণের চামড়া ও একটি হরিণের মাথা উদ্ধার করে। বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুলাহ-আল-মাহমুদ জানান, কোস্ট গার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা, চোরাচালান নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি বন্য পশু-পাখি রক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত হরিণের মাংস, চামড়া ও মাথা শিবসা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। অপরদিকে ৩১ জানুয়ারি তালা থানা পুলিশ ৪ কেজি হরিণের মাংস ২টি মোটর সাইকেল সহ ৪ জনকে গ্রেফতার ও গ্রেফতারী পরোয়ানা মূলে ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আদালতে সোর্পদ করা হয়েছে।

Next Post Previous Post