গাইবান্ধায় ৪ লেন কাজের ক্ষতিপূরণের চেক বিতরন
ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলা সদর শহরের বহুদিনের প্রতীক্ষিত ৪ লেন কাজের ক্ষতিপূরণের চেক আজ বিতরন করা হয়েছে।
জানা যায়, গাইবান্ধা শহরের রেলগেট হতে পুরাতন বাজার পর্যন্ত ৪ লেনে উন্নীত করণের লক্ষ্যে অধিগ্রহণকৃত জমির মালিকদের মধ্যে ক্ষতিপূরণের এল,এ চেক বিতরণ করা হয়েছে। শনিবার এই চেক বিতরন উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসক জনাব আবদুল মতিন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ মানুষদের মধ্যে চেক বিতরন করেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ ও গাইবান্ধা সদর আসনের সাংসদ জনাব মাহাবুব আরা বেগম গিনি এমপি।
এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, পৌর মেয়র এ্যাডঃ শাহ মাসুদ জাহাঙ্গির কবির মিলন প্রমুখ।