সাতক্ষীরায় করোনা ভাইরাস মোকাবেলায় আজ থেকে ভোমরা স্থলবন্দরে স্বাস্থ্য পরিক্ষা শুরু
আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধি : চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবেলায় সাতক্ষীরা জেলার ভোমরা স্থলবন্দরে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বৃহস্পতিবার পত্র পাওয়ার পর জেলা স্বাস্থ্য বিভাগ ৪ সদস্যের একটি কমিটি গঠন করেছে। আজ রোববার ২৬ জানুয়ারি থেকে এই কমিটি কাজ শুরু করবে। ভোমরা ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সহিদ বলেন, প্যারা মেডিকেল চিকিৎসকের সমন্বয়ে ৪ সদস্যের একটি কমিটি করা হয়েছে। দেশের অন্যান্য স্থানের মতো ভোমরা বন্দরকে নিয়ে আমরা সতর্ক অবস্থানে আছি জানালেন জেলার স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মোঃ হুসাইন সাফায়াত বলেন, গায়ে জ্বর জ্বর ভাব, ব্যথা, চোখ লালসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে তাদেরকে জেলা হাসপাতালে নিয়ে নির্দিষ্ট স্থানে রেখে (আইইডিসিআর) কেন্দ্রীয় করোনা ভাইরাস স্বাস্থ্য টিম ঢাকা কে অবহিত করা হবে।