মাদকসেবনকারী অথবা মাদকের সাথে সম্পৃক্ততা কোন ব্যক্তি স্বেচ্ছাসেবক লীগের অংশগ্রহণ করতে পারবে না : স্বেচ্ছাসেবক লীগ  সভাপতি নির্মল রঞ্জন গুহ

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধ প্রতিনিধি : মাদকসেবনকারী অথবা মাদকের সাথে সম্পৃক্ততা কোন ব্যক্তি স্বেচ্ছাসেবকলীগে অংশ গ্রহণ করতে পারবে না, এবার বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী তার ঘোষণা পত্রে উল্লেখ করেছেন দুর্নীতি সন্ত্রাস এবং মাদক মুক্ত বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশে স্বেচ্ছা সেবক লীগ মাননীয় প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড হয়ে  সকল কর্মকান্ডের সাথে অংশগ্রহণ করে শাফলতার লক্ষ্যে সর্বক্ষেত্রে কাজ করতে চাই। পদ্মা সেতু, উড়াল সেতু, মেট্রোরেল, বিদ্যুৎ খাতের উন্নয়ন, কৃষি খাতের উন্নয়ন, শিশুদের হাতে বই সবই যেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে এই 2020 সালকে মুজিব বর্ষ ঘোষণা করা হয়েছে। আমরা যার যার অবস্থান থেকে একটি করে ভালো কাজ করে এই মুজিব বর্ষ কে স্মরণীয় করে রাখতে চাই। সেইসাথে মুক্তিযুদ্ধবিরোধী জামাত-বিএনপি জোট শক্তি আর যেন কখনো ক্ষমতায় না আসতে পারে সেজন্য আমাদের নিজেদের মতভেদ ভুলে গিয়ে নিজ দলের অন্তর্ভুক্ত আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ সকলকে এক হয়ে দেশের জন্য কাজ করে শেখ হাসিনার এই ক্ষমতাকে চিরস্থায়ী করার আহ্বান জানাচ্ছি। আর এটাই হোক মুজিববর্ষের অঙ্গীকার। মুক্তিযোদ্ধা পক্ষের শক্তিকে চলমান রেখে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল বাংলাদেশকে  অসাম্প্রদায়িক,মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছেন সেই সোনার বাংলা গড়তে চাই। মুক্তিযোদ্ধা ভাতা নিলে অবশ্যই আওয়ামী লীগ করতে হবে। যে সমস্ত মুক্তিযোদ্ধা  এখনো মুক্তিযোদ্ধা ভাতা নিয়ে মুক্তিযুদ্ধবিরোধী বিএনপি-জামাত-শিবিরের আছেন  আপনারা শপথ নেন মুক্তিযোদ্ধাদের  পক্ষে  বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে  যোগদান করেন, তা না হলে মুক্তিযোদ্ধা ভাতা নেয়া বন্ধ করেন, আর সার্টিফিকেট ফেরত দেন। কেননা মুক্তিযোদ্ধা হয়ে মুক্তিযোদ্ধা ভাতা নিবেন আর মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির হয়ে রাজনীতি করবেন তা হতে দেয়া হবে না। উপরোক্ত কথাগুলো গাইবান্ধার পলাশবাড়ী এক পথসভায় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গ সফর কালে পলাশবাড়ী উপজেলায় এক পথসভা ও শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পলাশবাড়ী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক শাহজাহান শেখের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারন সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু,সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদুৎ, স্বেছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লা হেল কাফি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক 5 নং  মহদীপুর  ইউপি চেয়ারম্যান তৌহিদুল মন্ডল, উপজেলা কমিটির যুগ্ন আহবায়ক শাহজালাল, সেকেন্দার আলী, শ্রমিক লীগের সাধারন সম্পাদক মাহামুদ জ্জামান প্রান্ত,তাতী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ তোতা ছাড়া ও জেলা
উপজেলার নেতৃবৃন্দ।
Next Post Previous Post