রাজশাহীতে চার কোটি টাকার মাদক ধ্বংস

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে মাদককে না বলুন,মুজিববর্ষ পালন করুন এই শ্লোগানকে সামনে রেখে মাদকবিরোধী শপথ নিয়েছে বিভিন্ন স্কুলের কয়েকশ’ শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার সময় বিজিবি’র ১ ব্যাটেলিয়ন সদর দপ্তরে বার্ষিক মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ। এসময় অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়, শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুল এন্ড কলেজ, রাজশাহী কলেজ এবং রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। এবং এরপর অনুষ্ঠানে মাদকদ্রব্যের মধ্যে ২ কোটি ৫৯ লাখ ৬২ হাজার টাকার ৬৪ হাজার ৯০৫ বোতল ফেনসিডিল, ৫০ লাখ ৫ হাজার ৯০০ টাকার আড়াই কেজি হেরোইন, ১৮ লাখ ১ হাজার ৫০০ টাকার ১ হাজার ২০১ বোতল বিদেশী মদ, ৯ হাজার টাকার সাড়ে ২৬ লিটার দেশি মদ, ৫৯ লাখ ২৮ হাজার টাকার ১৯ হাজার ৭৬০ পিস ইয়াবা বড়ি, ৩ লাখ ১০ হাজার ৩০০ টাকার অনাগ্রা বড়ি এবং ৬ লাখ ২১ হাজার টাকার ৪ হাজার ১২৫ পিস ইনজেকশন ছিলো। এছাড়া ৩ লাখ ৭৪ হাজার ৪০০ টাকা মূল্যের ১৪৪ কেজি কীটনশাকও ধ্বংস করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক ও রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কায়সার হাসান মালিক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিজিবি’র রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোকবুল হোসেন, জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ, আরএমপির উপ-পুলিশ কমিশনার সাইফুল ইসলাম,বিজিবি’র ১ ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক মেজর আসিফ বুলবুলসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল কায়সার হাসান মালিক বলেন, রাজশাহীকে মাদকমুক্ত করতে নানা উদ্যোগ নেয়া হয়েছে। বিশেষ করে সীমান্তে বিজিবির তৎপরতা আরো বাড়ানো হয়েছে।

Next Post Previous Post