পলাশবাড়ীতে ওয়ারেন্ট ভুক্ত আসামী সহ গ্রেফতার ৫
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহাম্মদ তৌহিদুল ইসলাম মহোদয়ের ওয়ারেন্টভুক্ত আসামী দের প্রতি অভিযান পরিচালনার নির্দেশনার আলোকে ২২ জানুয়ারী হরিনাবাড়ী পু্লিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ, রাকিব হোসেন এর নেতৃতে এস আই কৃষ্ণ চন্দ্র রায় ,এ এস আই রবিউল ইসলাম, এএস আই রেজাউল করিম,এএসআই ফিদা হাসান সঙ্গীয় ফোর্স সহ ভেলাকোপা, হরিনাথপুর ও তালুকজামিরা এলাকায় অভিযান পরিচালনা করে, ৪ জন জি আর ওয়ারেন্টভুক্ত আসামীসহ গ্রেফতার ৫, কৃতরা হলেন, ০১। মোঃ নুর হোসেন (৪৫) পিতা- মৃত নছি শেখ ০২। মোঃ মিনারুল (২৫) পিতা- মোঃ নুর হোসেন ০৩। মোঃ মোকলেছার রহমান (৫৫) পিতা- মৃত ফুল মামুদ সর্ব সাং- ভেলাকোপা ০৪। মোঃ মাহবুর রহমান (৩০) পিতা- মৃত কলি মাস্টার সাং- তালুকজামিরা সর্ব থানা পলাশবাড়ী জেলা গাইবান্ধাদেরকে জি আর ওয়ারেন্ট মুলে গ্রেপ্তার করা হয়।
নারী ও শিশু নির্যাতন দমন আইনের নিয়মিত মামলার এজাহারনামীয় আসামী ০১। মোঃ কোরবান আলী (৩৫) পিতা- মোঃ সুলতান আলী সাং- হরিনাথপুর থানা- পলাশবাড়ী জেলা- গাইবান্ধাকে গ্রেপ্তার করা হয়। সকল আসামীদেরকে বিজ্ঞ আদালতে পুলিশ স্কর্টের মাধ্যমে প্রেরন করা হয়েছে। ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও নিয়মিত মামলার আসামী গ্রেপ্তার চেস্টা অব্যাহত আছে।