আত্রাইয়ে মহান বিজয় দিবস পালিত
মোঃ রুহুল আমীন, আত্রাই প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। আজ সোমবার সূর্যোদয়ের সাথে সাথে আত্রাই উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহিদ মিলারে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন, সংস্থা ও প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ৮টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন, শান্তির প্রতীক পায়রা উড়ানো শেষে কুচকাওয়াজ অনুষ্ঠানে ছালাম গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ,উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম, আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ মোসলেম উদ্দিন।
সকাল ১০টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শরীরচর্চা ও আকর্ষণীয় ডিসপ্লে প্রদর্শন করে।
পরে বেলা ১১টায় উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম এর সভাপতিত্বে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাবেক এমপি মুক্তিযোদ্ধা মোঃ ওহিদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আরিফ মোঃ আরিফ মুর্শেদ মিশু, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোসলেমউদ্দিন,আত্রাই মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সাজেদুর রহমান দুদু,মোঃ আকতারুজ্জামান,উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,উপজেলা আওয়ামীলীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলুল হক প্রমুখ।
সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমি আয়োজিত স্থানীয় শিল্পীদের সমন্বয়য়ে এক সাংস্কৃতি অনুষ্ঠান আয়োজন করা হয়।