হরিপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

জহরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : প্রতিবারের ন্যায় এবারও ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়ছে। দিবসের কর্মসূচি অনুযায়ী ১৬ ডিসেম্বর সকালে সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধে ​ ৩১ বার তোপধ্বনি মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। এরপরে শহীদদের শরণে উপজেলা প্রশাসন’সহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মী বৃন্দ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। অপরদিকে সকাল সাড়ে ৮ টায় হরিপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে কুচকাআওয়াজ ও ডিসপ্লে প্রদশন করা হয়। উপজেলা হল রুমে মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা সহ হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন ও বিভিন্ন খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটির সমাপ্তি ঘটে।

Next Post Previous Post