একাকীত্বের গল্প, এলোমেলো চিন্তা, বাস্তবে না হোক, আমাদের হৃদয়ে, কল্পনাতে হতেই পারে… পর্ব-১৩
নয়ন বাবু : হারিয়ে যাবো একদিন……. -একদিন আমি থাকবোনা, বিদায় হয়ে যাবো এই পৃথিবী থেকে, সেদিন চিরতরে ঘুমিয়ে যাবো। হাজার মানুষ ডাকলেও আমি আর সাড়া দেবোনা, চলে যাবো না ফেরার দেশে। সেখান থেকে আর কোনদিন ফিরে আসবোনা। -একদিন প্রকৃতির খেয়ালে আমাকে সাড়া দিয়ে চলে যেতে হবে অনেক দূরে। পাড়া পড়শিরা আমার দিকে চেয়ে হয়তো দু-এক ফোঁটা জ্বল ফেলবে। বুক ফেটে কারো কারো অশ্রু গড়িয়ে পড়বে কপোল বেয়ে। -ব্যথা ভরা বুক আর চোখের জ্বল নিয়ে আমাকে বিদায় জানাবে পৃথিবী থেকে। আজ আর কেউ আমার কথা শুনতে পাবেনা। আমি হয়তো চিৎকার করে বলবো আমাকে কবর দাও কেন? আমি তোমাদের মাঝে থাকতে চাই। -কিন্তু আমার বোবা আওয়াজ কেউ শুনতে পাবেনা। চির নিদ্রায় শায়িত হয়ে যাবো নিজের জন্য তৈরি করা ছোট্ট ঘরে। নিষ্ঠুর পৃথিবীকে আমি কত কিছু দিয়েছিলাম। -কিন্তু আমার শেষ বিদায়ে পৃথিবী আমাকে এক টুকরো কাপড় ব্যতীত কিছুই দিলোনা। আক্ষেপ আর অনুশোচনায় শুয়ে যাবো অনির্দিষ্ট কালের জন্য। -আত্মীয়স্বজনেরা হয়তো আমার কথা সরণ করে কিছুদিন কাঁদবে। বিচ্ছেদের যন্ত্রণায় একবুক হতাশা নিয়ে চেয়ে থাকবে আমার দিকে। হয়তো কেউ কেউ স্মৃতির সম্মানে সযত্নে রেখে দিবে আমার ছবি। -আমার ছবি হয়তো ঝুলানো থাকবে কারো কারো দেয়ালে। সেই ছবির সাথে জড়িয়ে থাকবে আমার স্মৃতিগুলো। ছবির দিকে তাকিয়ে হয়তো কেউ কেউ দুচোখের কোণায় জ্বল আসতে দিবে কোন এক অবেলায়। -হয়তো আমার কথা উঠে আসবে কারো কল্পনায়। মহাপ্রস্থানের দিনে কেউ কেউ হয়তো ফুল হাতে আসবে সমাধিতে। চিহ্নিত সেই চেনা কবরে ফুল দিয়ে যাবে। -তাঁর মন ফিরে যাবে স্মৃতির পাতায় যা ছিলো আমার সাথে জড়ানো। আমার কথা স্বরণ করে হয়তো দুএক ফোঁটা অশ্রু গড়িয়ে হারিয়ে যাবে নিজের অজান্তেই। হয়তো আমি তাঁর চোখের আড়ালে থেকে তাকে করুণ সুরে ডাকবো। -কিন্তু আমার ডাক সে শুনতে পাবেনা। বুকের ব্যথা আর চোখের জ্বল নিয়ে চলে যাবে নিজ ঠিকানায়। আমি হতাশা আর নিরুপায় হয়ে হয়তো তাঁর চলে যাওয়া দেখবো। -একদিন যাদের আমি অতি নিকটে ছিলাম তারাও সময়ের চক্রে একদিন ভুলে যাবে আমাকে। হাজার স্মৃতির পাতার চাপে আমার স্মৃতির পাতাটি অসহায় হয়ে যাবে। -একদিন হয়তো আমিও হবো অজ্ঞাত মানব। পরিচয়হীন এই আমার কবরের চিহ্নটাও হয়তো থাকবে না কোন একদিন । বদলাবে কাল, বদলাবে শতাব্দী, আসবে নতুন প্রজন্ম। -একদিন সমাধিটি নিশ্চিহ্ন হওয়ার ফলে হয়তো আমার বুকে চাপিয়ে দেওয়া হবে অন্য কাউকে। একদিন যারা আমাকে বিদায় জানিয়েছিল কালের আবর্তে তারাও পৃথিবীকে বিদায় জানিয়ে আসতে হবে শেষ ঠিকানায়। চলবে…