সাপাহারে আদিবাসী মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার

নয়ন বাবু, নওগঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় লক্ষী হাসদা (৩৫) নামের আদিবাসী নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার মিরাপাড়া দিঘীরহাট আদিবাসী পাড়ার একটি আমবাগানে গলায় ফাঁসলাগানো তার লাশটি উদ্ধার করে পুলিশ। জানা গেছে, ওই আদিবাসী পাড়ার সোম হাসদার মেয়ে লক্ষী হাসদা (৩৫) এর গত ১৫ বছর আগে পার্শ্ববর্তী চকগোপাল গ্রামে বিয়ে হয়েছিল। বিয়ের পর তার ঘরে একটি পুত্র সন্তানের জম্ম হলে স্বামী স্ত্রীর মধ্যে সৃষ্ট মনমালিন্যের কারনে তার বিয়েটি ভেঙ্গে যায়। এরপর সে দীর্ঘ সময় ধরে দিঘীরহাট আদিবাসী পাড়ায় তার ভাই জমিন হাসদার বাড়ীতে সন্তান লিখন হেমব্রম কে সাথে নিয়ে বসবাস করে আসছিল। তার ভাই জমিন হাসদার সাথে কথা হলে তিনি জানান, বেশ কিছুদিন পূর্ব থেকে তার বোনের মাথায় সমস্যা দেখা দেয়। ইতোমধ্যে সে বেশ কয়েকবার বাড়ী ছেড়ে অন্যত্র পালিয়েও গিয়েছিল। এরই ধারাবাহিকতায় বোন লক্ষী হাসদা রবিবার সন্ধায় বাসা থেকে কোথায় চলে যায় আমরা জানিনা। অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। শুক্রবার বিকেলে এলাকার এক মহিলা বাগানে পাতা কুড়াতে গিয়ে গাছের সাথে ঝুলন্ত ওই মহিলার লাশ দেখে পাড়ায় এসে সংবাদ দেয়। এরপর ঘটনা জানা জানি হলে সংবাদ পেয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করেন। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে বলে ওসি আব্দুল হাই জানান।

Next Post Previous Post