গোয়াইনঘাটে বর্ণাঢ্য বিজয় শোভ যাত্রা
রফিক সরকার গোয়াইনঘাট : মহান বিজয়ের মাস বরণে সিলেটের গোয়াইনঘাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০ টায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল’র নেতৃত্বে এই শোভাযাত্রাটি বের করা হয়েছে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুভা যাত্রাটি শেষ হয়। পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আব্দুল হক, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, আব্দুল মজিদ, আব্দুল মালিক, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার শেখ ফরিদ, পূর্ব জাফলং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডে সভাপতি মোস্তাফিজুর রহমান, তোফায়েল আহমদ, হাবিল, জহিরুল ইসলাম সহ সর্বস্তরের মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের নেতা কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।