দুলাল সভাপতি ও ছারোয়ার সম্পাদক রাণীনগরে পারইল ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
রাণীনগর (নওগঁা) প্রতিনিধি : নওগঁার রাণীনগরে ৪নং পারইল ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পারইল ইউনিয়ন আওয়ামীলীগ এই সম্মেলনের আয়োজন করে। তৃণমূল পর্যায়ের আওয়ামীলীগের কর্মকান্ডকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষে আগামী ৩বছরের জন্য নুরে আলম (দুলাল ডাক্তার) কে সভাপতি ও ছারোয়ার হোসেন সরদারকে সাধারন সম্পাদক করে ৬৫সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। শনিবার পারইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পারইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি একেএম আতোয়ার রহমান ভোমরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ছারোয়ার হোসেন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. ইসমাইল হোসেন, জিএম মাসুদ রানা জুয়েল, আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক মফিজ উদ্দিন প্রমাণিক,যুগ্ম সাধারন সম্পাদক আবুল হাসনাত খঁান হাসান, নাজমুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান পিন্টু, দপ্তর সম্পাদক আবু তালেব জলসা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, স্থানীয় ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মুজিবর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম চাঁদ,সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাকারিয়া আমিন জেমস প্রমুখ। এছাড়াও উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ ও তার সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।