বিজয় আমার বিজয়

ছয়ফুল আলম পারুল :
‘বিজয়’তোমায় পাওয়ার জন্যে
এক সাগর তপ্ত রক্তের স্রোত সাঁতরে পেরিয়েছি
কত বিধবার কঙ্কন ভাঙ্গার শব্দ শুনেছি
শুভ্র আঁচলে অশ্রু মুছতে দেখেছি!
আরও দেখেছি–
পথে-প্রান্থরে থুবড়ে পড়া কত বাঙ্গালীর লহু লাশ।
কঙ্কালসার শিশু মূখ দর্শন করে,
মৃগতৃষিকার মতো শুধু খুঁজেছি তোমায়!
শুনেছি স্টেনগান, মেশিনগান, ব্রেনগান আর মর্টারের আওয়াজ।
শুনেছি সন্তানহারা কত জননীর ক্রন্দনরোল!
অবলোকন করেছি নরপিশাচদের হাতে-
কত তরুণীর ব্রা ছেঁড়ার কুৎসিত দৃশ্য!
তবু তোমায় নয়মাস খুঁজে অবশেষে পেয়েছি,
হে আমার প্রাণের প্রিয়!
বিজয় আমার বিজয়।

Next Post Previous Post