সেই যে কবে 

হাসান মাসুদ :
সেই যে কবে শক্ত ডাল ফেঁড়ে
পাতার মত উঠল বিজয় বেড়ে।
সেই যে কবে মাঠে ঘাটে কত
ঝাঁঝরা দেহের বুকটা হলো ক্ষত।
সেই যে কবে মন্ত্র নিয়ে বুকে
পাকিস্তানের পথটা দিল রুখে।
সেই যে কবে শত শত খোকা
ফুল ফোটালো রক্ত থোকা থোকা।
সেই যে কবে নিকষ কালো পথে
আসল বিজয় মেলল আলো রথে।
সেই যে কবে কত বছর হলো
বিজয় মাসের দুচোখ ছলোছলো।
Next Post Previous Post