ফুলবাড়ী উপজেলায় নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুলের ২য় ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধন

মোঃ আফজাল হোসেন দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সুজাপুর এলাকায় অবস্থিত ফুলবাড়ীর সবচেয়ে সুন্দর ও মনোরম পরিবেশের শিক্ষা প্রতিষ্ঠান গতকাল ২১শে ডিসেম্বর নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুলের ২য় ক্যাম্পাসের উদ্বোধন হয়েছে। ২০১৮ সালে শুরু হওয়া এই স্কুলটি এক বছরেই ফুলবাড়ীবাসীর শিক্ষা পিপাসু অভিভাবকদের মন কেড়েছে। প্রথম বছরেই ২৫০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুল। স্কুলটির ১ম ক্যাম্পাসে শিক্ষার্থীদের জায়গা সংকীর্ণ হওয়ায় স্কুল কর্তৃপক্ষ ৩ তলা ভবন বিশিষ্ট ২য় একটি ক্যাম্পাস উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ শোয়েব, অনুষ্ঠানে নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুলের অধ্যক্ষ অবিনাশ চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ গোলাম মোস্তফা (টিটি), আবুল আসাদ শাহ মোঃ ফরহাদ, মোঃ জসিমুদ্দীন, মোঃ নজরুল ইসলাম সহ শিক্ষক-শিক্ষকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্কুলের বিভিন্ন দিক তুৃলে ধরে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ। পরে স্কুলের গত ১ বছরের কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুলের পরিচালক জনাব ইমাম রেজা। তিনি বলেন, “অভিভাবকদের প্রেরণায় আমাদের পথ চলার শক্তি। আমরা ১ম বছরে ২৫০ জন শিক্ষার্থী নিয়ে হাটি হাটি পা পা করে স্কুলকে অনেক দূর এগিয়ে নিয়ে এসেছি, যেটি সম্ভব হয়েছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শ ও অভিভাবকদের সহযোগীতায়। আমরা আগামী বছর ৪ শতাধিক শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করব বলে আশাবাদী। তাই আমরা শিক্ষার মান বৃদ্ধি করার লক্ষে এবং শিক্ষার্থীদের মনোরম ও রুচিশীল পরিবেশ দেওয়ার লক্ষে এই ২য় ক্যাম্পাসটি উদ্বোধন করলাম। তিনি আরো বলেন, আমরা স্কুলের শিক্ষার্থীদের মেধা বিকাশে কম্পিউটার ল্যাব, ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিক্ষ ডাক্তার দ্বারা ফ্রি চিকিৎসা প্রদানের ব্যবস্থা করেছি। এছাড়া শিক্ষার্থীদের সুষম, রুচিশীল ও মানসম্মত খাবারের জন্য নিজস্ব ক্যান্টিনের ব্যবস্থা করা হয়েছে। আমি আশা করি, আপনারা আপনাদের সন্তান ও পরামর্শ দিয়ে এই স্কুলকে আরো এগিয়ে যেতে সর্বাত্ত্বক সহযোগীতা করবেন। অভিভাবকদের সাথে কথা হলে, তেনারা জানান, ১ম বছরে স্কুলটি লেখাপড়ার দিক থেকে অনেক এগিয়ে এবং বাচ্চারা এই স্কুল থেকে অনেক কিছুই শিখেছে এবং মনোরম পরিবেশ পেয়েছে। আমরা আশা করি আমাদের বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা এই স্কুলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এ সময় সাংবাদিক,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Next Post Previous Post