বিশ্বনাথে মানবতার দেয়ালের যাত্রা শুরু

বিশ্বনাথ প্রতিনিধি : ‘নিজের অপ্রয়োজনীয় কাপড়গুলো দিয়ে যান, আর প্রয়োজনীয়গুলো নিয়ে যান’ স্লোগানকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ থানা কমপান্ডের দেয়ালে সমাজের অসহায়-দরিদ্র ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ‘মানবতার দেয়াল’র যাত্রা শুরু হয়েছে। শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বিশ্বনাথ থানায় অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা। সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মানবতার দেয়াল কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান থেকে সমাজের বিত্তবানসহ সর্বস্থতরের মানুষের কাছে আয়োজকবৃন্দসহ অতিথিবৃন্দ আহবান করেছেন নিজেদের অপ্রয়োজনীয় কাপড়গুলো মানবতার দেয়ালে দান করার জন্য, আর সেগুলো সমাজের অসহায়-দরিদ্র ও বঞ্চিত মানুষেরা সেখান থেকে নিজেদের প্রয়োজনীয় কাপড় নিয়ে নিজের চাহিদাপূরণ করার সুযোগ পাবেন।
সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার আহবায়ক ফজল খানের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুল বাতিনের পরিচালনায় মানবতার দেয়ালের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিক হাসান মেম্বার, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য আবুল কাশেম, সাংবাদিক কামাল মুন্না, সংস্থার যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, সালমাম রাব্বানী, সদস্য টিটু দেব, ইকবাল মিয়া প্রমুখ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url