এই কনকনে শীতে গরীবদের পাশে সরকারের পাশাপাশি ধনীদেও এগিয়ে আসা উচিৎ : ইউএনও সদর

আকাশ বগুড়া : কনকনে শীতে বর্তমান সরকার গরীব ও দু:স্থ্যদের শীত নিবারনের জন্য সারাদেশে শীত বস্ত্র বিতরণ করছেন। সরকারের পাশাপাশি ধনী ব্যক্তিদেরও উচিৎ গরীবদেরকে সহযোগীতা করা। শনিবার বিকালে বগুড়া সদরের শাখারিয়া ও গোকুল ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়নের সকল ইয়াতিম খানা ও লিল্লাহ বোডিং এর মাদ্রাসার ইয়াতিম ছাত্র ও ইউনিয়নের গরীব ও দু:স্থদের মাঝে শীত বস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়।
গোকুল ইউপি চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজ ও শাখারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক কামরুল হুদা উজ্জ্বল এর সভাপতিত্বে পৃথক দুইটি স্থানে প্রধান অতিথি হিসাবে শীত বস্ত্র বিতরণকালে উপরোক্ত কথা গুলো বলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সরকার সাইফুল ইসলাম, ইউপি সদস্য ছালামত আলী, এমদাদুল হক দুলাল, নজমল হোসেন মজো, রফিকুল ইসলাম সাজু, রুমি বেগম, তহমিনা বেগম, সচিব আজমল হোসেন দুলাল, উপসহকারী কৃষি কর্মকর্তা মোকলেছার রহমান মুকুল, সমাজসেবক বাবু, রাকিব। অপর দিকে শাখারিয়া ইউনিয়নের উপস্থিত ছিলেন, ইউপি সচিব মশিউর রহমান মনি, ইউপি সদস্য রবিউল ইসলাম,নেছার উদ্দিন,আব্দুল মান্নান,আব্দুর সালাম,আজেদা বেগম, রানীমা শিউলী, সমাজসেবক রেজউল করিম,আলহাজ্ব ফটিক হোসেন,ইব্রাহিম হোসেন,সজিবুল ইসলাম,আবু সাঈদ,সৈকত হোসেন,এনামুল হোসেন,রিদয় হোসেন,দুলাল হোসেন সহ সকল ইউপি সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Next Post Previous Post