বগুড়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের ৪র্থ বর্ষপ্রতি পালিত
আকাশ বগুড়া : রবিবার সকাল ১০টায় বগুড়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের ৪র্থ বর্ষ প্রতি পালিত।কলেজ চত্বরে অনুষ্ঠিত বর্ষপ্রতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। তিনি বলেন, শুধু শিা নয়, গুণগত শিার মান নিশ্চিত করার জন্য এবং ছাত্র/ছাত্রীদেরকে সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য শিকদের যথেষ্ট ভুমিকা পালন করতে হবে।গুণগত শিার মান অর্জন করলে সে শিার্থী দেশ ও জাতীর কল্যাণের জন্য কাজ করতে পারবে। উন্নত বাংলাদেশ গড়ার ল্েয সরকারের পাশাপাশি সবাইকে ভুমিকা রাখতে হবে।ছোট বেলা থেকেই যদিগুণগত শিা অর্জন করা যায়, তাহলে এদের মাধ্যমেই সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
সাংবাদিক হাসিবুর রহমান বিলুর সভাপতিত্বে ও অত্র প্রতিষ্ঠানের পরিচালক আর এস এম পলাশের পরিচালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিা অফিসার হযরত আলী,২০ নং ওয়ার্ড কাউন্সিলর রোস্তম আলী, প্রগ্রেস কোচিং সেন্টারের প্রোঃ মোস্তাফিজার রহমান, অধ্য মোস্তফা কামাল। উপস্থিত ছিলেন, উপাধ্য মিজানুর রহমান, মঞ্জুরুল ইসলাম, মহাস্থান প্রেস কাবের সভাপতি সাইদুর রহমান সাজু, আঃ সাত্তার, শাহানুর রহমান সহ কলেজের সকল শিক/ শিকিা, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।