“ চরিত্রহীন”

হাসান মাসুদ :
স্বভাবের ঢিলেঢালা পোশাকগুলো
নির্লজ্জ হাওয়ায় পৎপৎ করে উড়লেই
বুঝে নিও তুমি চরিত্রহীন।
যখন তোমার ঠোঁটগুলি উষ্ণতায়
নামতে থাকে তৃষিত কোনো চিবুকে
সর্বনাশের উল্লাসে –
তখন বুঝে নিও তুমি চরিত্রহীন।
কুৎসিত সমাজের বিকৃত শেকড়বাকড়
যতই সামাজিকতার পোস্টমর্টেম করো
কোনোমতেই সভ্যতা গজাবে না।
কালো কাঠঠোকরার কালোঠোঁটে যতই
সবুজ অন্ধকার ঢেলে দাও,
যতই পাথরে পাথর ঘষে আলো জালাও
তবু সে নিজেকে নোংরা করে ঠুকে দিবে
বিবস্ত্র শরীর।
মাটিতে জলপাই রঙের ট্যাংক- বাতাসে
ধর্ষিতার চিৎকার আর গোলাবারুদের
ঝাঁঝালো আওয়াজ এখন এসবের মানে
তুমি বুঝে নিও – আমরা চরিত্রহীন।
Next Post Previous Post