বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরাম এর প্রথম নির্বাহী সভা অনুষ্ঠিত
বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরাম এর আয়োজনে আগামী ২২শে নভেম্বর শুক্রবার মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, যৌন হয়রানী ও বাল্যবিবাহ প্রতিরোধে বিশাল সমাবেশ ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সফল করতে প্রাক প্রস্তুতি সভা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরাম এর উপদেষ্টা ও এপিপি এ্যাডঃ খায়রুল বাশার নীলুজ এর সভাপতিতে শনিবার সন্ধ্যায় চাঁদপুরে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন ও কমিউনিটিং) হাসান আলী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,“ প্রতিটি সচেতন জনগণই এক একজন পুলিশ, পুলিশের একার পক্ষে সব অপরাধ দমন করা সম্ভব নয়, সেজন্য সমাজের সকল স্তরের সচেতন মানুষদের এগিয়ে আসতে হবে। সমাজে যারা শান্তি শৃংখলা বিঘœ ঘটাচ্ছে তাদের নাম প্রমাণ সহ পুলিশের কাছে হস্তান্তর করুন। এই দেশ,এই সমাজ, দেশের মাটি আমাদের আর তার পবিত্রতা রক্ষার নৈতিক দায়িত্বও আমাদের সকলের”। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এ সভায় প্রথমেই কমিটির সদস্য হাফিজার রহমান এর অকাল মৃত্যুতে শোক প্রস্তাব করা হয় এবং ১ মিনিট নিরাবতা পালন করা হয়। এসময় আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য আলহাজ্ব মোজাফফর হোসেন, ইউপি সদস্য শহিদুল ইসলাম নান্টু, নিশিন্দারা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরাম এর সভাপতি আলহাজ্ব শাহীনুর ইসলাম টম্পি, সাধারণ সম্পাদক শাফায়াত সজল, কমিটির নির্বাহী সদস্য মাওলানা সিদ্দিক আমিন, পুরোহিত রতন চক্রবর্তী, শফিকুল ইসলাম কাজী, খায়রুল ইসলাম রাঙ্গা, সিরাজুল ইসলাম মাষ্টার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিজু হোসাইন, হাবিবুর রহমান হাবিব, মনি তালুকদার, আব্দুল হামিদ, মোফাজ্জল হোসেন মানিক, আনজুমান বানু, শহিদুল ইসলাম, চামেলী নাইচ, নয়ন রহমান, আরমান হোসেন, ডাঃ জিল্লুর রহমান, আবু সাঈদ, প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শ্রাবণ আহমেদ মজনু। উক্ত সভায় উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।