গোলাপগঞ্জের সন্ত্রাসী হামলায় সাবেক ইউপি সদস্য আহত

কামরুল ইসলাম শিপু গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জের উপজেলার বাঘা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জাহেদ আহমদ (৩৫) সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টায় বাঘার গৌরাবাড়ী মোড়ে এ ঘটনাটি ঘটে।বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জাহেদ আহমদ উত্তর বাঘার মাঝর মহল্লার অধিবাসী মৃত ইসহাক আলীর পুত্র। এলাকাবাসীর তথ্যে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে একই ইউনিয়নের বাঘা গোলাপনগর পশ্চিম গাঁও মরাইয়ার রমিজ আলীর পুত্র মনসুর আহমদ (৩৭) বুধবার সকালে গৌরাবাড়ী মোড়ে হামলা করে। এ সময় মনসুর আহমদ একটি ধারালো ছুরি দিয়ে জাহেদ আহমদকে বুকে আঘাত করতে চাইলে ছুরি জাহেদের মাথায় লাগে। এতে তার মাথার উপরিভাগে বড় ধরনের জখম হয়েছে বলে জানা যায়। ঘটনার পর পর রক্তাক্ত অবস্থায় জাহেদকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। ঘটনাটি তাৎক্ষণিকভাবে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জাহেদ আহমদের ভাই খলকুর রহমান জানান।
Next Post Previous Post