সকল সামাজিকব্যাধি মুক্ত সমাজ গঠনে সকলের এগিয়ে আসতে হবে : ওসি সদর থানা,বগুড়া

শাফায়াত সজল, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম বদিউজ্জামান বলেছেন মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নাশকতা এবং বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়তে হলে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকতে হবে। আমরা যদি প্রথমে সকলের নিজ ঘরকে ঠিক করি এরপর পর্যায়ক্রমে পাড়া, মহল্লা কে সঠিকভাবে নিয়ন্ত্রন করতে পারি তাহলে ধীরে ধীরে আমাদের সমাজ থেকে অপরাধ প্রবনতা কমে যাবে। আমাদের সকলের সন্তানকে আদর যতেœ গড়ে তুলি, তাদেরকে সঠিক পরিচর্যা করি, তাহলে আমাদের সন্তানেরা আর বিপথগামী হবে না। তিনি বলেন সন্তান সন্ততিকে সঠিকভাবে গড়ে তুলতে প্রতিটি অভিভাবকদের গুরুত্বপুর্ন ভুমিকা পালন করতে হবে। এছাড়াও আপনার সন্তান ঠিক মতো বিদ্যালয়ে যাচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখুন ,আপনাদের সন্তানের হাতে মোবাইল ফোন দিবেন না, কারন মোবাইল ফোন এখন সন্তানদেরকে বিপথগামী করতে ভুমিকা রাখছে। আপনারা আপনাদের পরিবারের পাশাপাশি আশেপাশে দৃষ্টি দিন, যেন কোন বাল্যবিবাহ ও মাদক কারবারী না হয়। কারন বাল্যবিবাহ ও মাদক, এখন সামাজিক ব্যাধিতে পরিনত হয়েছে। যদি কাউকে মাদক ও বাল্যবিবাহ কর্মকান্ডের সাথে জড়িত দেখতে পান তাহলে সাথে সাথে পুলিশকে অবহিত করুন। আসুন আমরা মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং মুক্ত সমাজ গড়ি তথা স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে ভুমিকা রাখি। তিনি রবিবার বিকালে শহরের কানুছগাড়ি গনপুর্ত অধিদপ্তরের হল রুমে বগুড়া জেলা মহিলা কমিউনিটি পুলিশিং এর আহবায়ক কমিটির উদ্যোগে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নাশকতা এবং বাল্য বিবাহ প্রতিরোধে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন। সংগঠনের জেলা শাখার আহবায়ক মোছাঃ স্বপ্না চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক বিলাসী রানীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর থানার ইন্সপেক্টর (অপারেশন ও কমিউনিটিং) হাসান আলী, সদর থানা কমিউনিটি পুলিশিং ফোরাম এর সভাপতি জি এম সাকলাইন বিটুল, শহরের সভাপতি আমিনুল ইসলাম ফরিদ, সাধারন সম্পাদক এডোনিস বাবু তালুকদার। এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আনজুমান বানু, রোকসোনা বেগম, ফজিলাতুন্নেছা, গুলশান আরা, পিংকি, সাবরিনা, আফরোজা, রুবিয়া, রনি, ছন্দা, রেশমা প্রমুখ।

Next Post Previous Post