গ্রামকে শহরে পরিনত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে : মন্ত্রী ইমরান আহমেদ
রফিক সরকার গোয়াইনঘাট প্রতিনিধি : সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন সরকার গ্রামকে শহরে পরিনত করবে বলে নির্বাচনকালীন ইস্তেহার অনুযায়ী বিভিন্ন উন্নয়ন মুলক পদক্ষেপ হাতে নিয়েছে সরকার । আজ শুক্রবার সকাল ৯টায় গোয়াইনঘাটের নন্দীরগাওঁ ইউনিয়নের বহর- কালেঙ্গার পার পাকা সড়ক নির্মাণ, ৩ কোটি টাকা ব্যায়ে বহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন, ও ৩২ লাখ টাকা ব্যায়ে বহর এলাকায় নির্মিত ব্রিজের উদ্বোধন সহ গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাওঁ ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল, গোয়াইনঘাটের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো নজরুল ইসলাম, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আব্দুল আহাদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, কোম্পানীঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো আলী আমজাদ, সাধারণ সম্পাদক মোঃ আপ্তাব আলী কালা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য মোঃ জয়নাল আবেদীন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো: গোলাপ মিয়া, সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ কামরুল হাসান, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান রিপন, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ জৈন উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সদস্য ও নন্দীরগাওঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও নন্দীরগাওঁ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, নন্দীরগাও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালিক, ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি জয়ন্ত দাশ সুমন, নন্দীরগাওঁ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো সিরাজুল ইসলাম, জাতীয় শ্রমিকলীগ গোয়াইনঘাট উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য বিধান চন্দ্র, সোহান দে, ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মিছবাহ আহমদ, মিজানুর রহমান, খালেদ আহমদ, সিলেট জেলা তাতী লীগ নেতা আলাজুর রহমান, সালুটিকর বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমদ প্রমুখ।