ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগ গ্রহিতারাই আজ দেশের প্রবৃদ্ধি অর্জনে ভুমিকা রাখছে : সভাপতি পিকেএসএফ

আকাশ বগুড়া : বৃহস্পতিবার সকাল ১১ টায় বগুড়া সদরের গোকুলে বাংলাদেশ নার্সারী চত্তরে আয়োজীত ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
টিএমএসএস এর উপ নির্বাহী পরিচালক আব্দুল কাদেরের সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন একুশে পদক প্রাপ্ত, গবেষক, আন্তর্জাতিক অর্থনীতিবিদ ও সভাপতি পিকেএসএফ ড. খলীকুজ্জামান আহমদ। তিনি বলেন,ুদ্র ুদ্র বিনিয়োগ গ্রহিতারাই আজ দেশের প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করছে। আগামীতে তাদের চলার পথ সহজ করার জন্য টিএমএসএস এর পাশাপাশি পিকেএসএফও তাদের পাশে থাকবে। এসময় উপস্থিত ছিলেন পিকেএসএফ এর উপব্যবস্থাপক প, জসীম উদ্দিন, সিনি: মহাব্যবস্থাপক মশিয়ার রহমান, টিএমএসএস এর নির্বাহী পরিচালক ড, হোসনে আরা বেগম, জাহেদুর রহমান, ুদ্র উদ্যোক্তা মুক্তি ফল ও বীজ ভান্ডারের প্রো: রহেদুল ইসলাম, ফেরদাউস আলম পিলু, আলহাজ্ব তোজাম্মেল হোসেন,বাংলাদেশ নার্সারীর প্রো: ঠান্ডা মিয়া, মিটু মিয়া, নাজমা আক্তার, শহিদুল ইসলাম, নুর আক্তার বানু, রুহুল আমিন সহ টিএমএসএস এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিখিন্ন প্রতিষ্ঠানের ু উদ্যোক্তা বৃন্দ।

Next Post Previous Post