রাজাপুরে দুস্থ্য ও অসহায়দের প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের চিকিৎসা সহায়তার ১৫ লাখ টাকার চেক বিতরন
রাজাপুর প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়ার ৩৭ জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের চিকিৎসা সহায়তার ১৫ লাখ টাকার চেক বিতরন করা হয়েছে। শনিবার দুপুরে রাজাপুর উপজেলা মুক্তিযোদ্ধা মিলনায়তন কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে কেন্দ্রীয় আ’লীগের উপ কমিটির মুুক্তিযোদ্ধা বিষয়ক সহ সম্পাদক এম মনিরুজ্জামান মনির প্রধান অতিথি থেকে এ চেক বিতরণ করেন। মনিরুজ্জামান মনির জানান, তার সার্বিক ব্যবস্থাপনা ও তদারকির মাধ্যমে গত ১০ বছরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে দলমত নির্বিশেষে রাজাপুর ও কাঠালিয়ার অসহায় ও দুঃস্থ্য মানুষের চিকিৎসা সহায়তায় প্রায় ৩ কোটি টাকা প্রদান করা হয়েছে। আগামী দিনে এ সহযোগীতা অব্যাহত থাকবে। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খায়রুল আলম সরফরাজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, উপজেলা আ’লীগ নেতা মেজবাহ উদ্দিন মাসুদ, রিয়াজ উদ্দিন মাতুব্বর, ডেজলিং তালুকদার, নাসির উদ্দিন মৃধা, জাকির হোসেন, ইউসুফ সিকদার, সমাজসেবক আজাদ মাহমুদ, জালাল আহম্মেদ, হেমায়েত হোসেন, সিরাজুল ইসলাম, সাইফুজ্জামান রুবেল, রেজবি সাব্বির খান ও জামাল হোসেন প্রমুখ। রাজাপুর উপজেলার ২২ জনকে ৮ লাখ ৬০ হাজার টাকা ও কাঁঠালিয়া উপজেলার ১৫ জনকে ৬ লাখ ৪০ হাজার টাকাসহ মোট ১৫ লাখ টাকার চেক প্রদান করা হয়।
from BDJAHAN https://ift.tt/2H7lxmT
via IFTTT