গাইবান্ধায় পানিতে ডুবে দুই সহদরের করুন মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সদরে দুই সহদর পানিতে ঢুবে মৃত্যু হয়েছে। ২০ আগষ্ট মঙ্গলবার বিকালে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। নিহত সদরের গাইবান্ধা সদরের লক্ষিপুর ইউনিয়ানের বালা আটা বাজারের কসাইপাড়া গ্রামের aরেজাউল কসাইয়ের দুই শিশু পুত্র। মঙ্গলবার উক্তন গ্রামে পুকুরের পানিতে ডুবে ৫ ও ৬ বছরের দুই সহদরের করুন মৃত্যু হয়েছে। দুই সন্তানের এমন করুন মৃত্যুতে বারবার নির্বাক হয়ে যাচ্ছেন নিহত দুই শিশুর বাবা – মা সহ পরিবার পরিজন। বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান শাহরিয়া।



from BDJAHAN https://ift.tt/31RczBX
via IFTTT
Next Post Previous Post