চিরিরবন্দরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার তেলিপাড়া গ্রামের মোজাম্মেল এর পাঁকঘরে আগুন লেগে মোজাম্মেল সহ নাতি মুরাদ (২) এর মৃত্যু ঘটে। জানা যায় চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়ন এর তেলিপাড়া গ্রামের আলমগীর এর দ্বিতীয় পুত্র মোঃ মুরাদ (২) বেলা দুইটার দিকে নানার বাড়িতে পাঁকঘরে আগুন লাগে এবং রান্নাঘরে চাপা পড়ে আগুনে পুড়ে যায় শিশু মুরাদ। এলাকার লোকজন আগুন নেভান এবং মা এসে শিশুর কথা জিজ্ঞাস করলে আগুনের নিচ থেকে শিশুর পা দেখতে পান এবং উদ্ধার করেন। উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপেক্স এ ভর্তি করেন। কর্মরত ডা. মেজবাহুল জানান প্রায় ৯০ভাগ পুড়ে গেছে। তাই দিনাজপুরে রের্ফাট করেন এবং নিয়ে যাওয়ার মাঝপথে মারা যান। ঘটনাস্থল পরিদর্শন করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী।



from BDJAHAN https://ift.tt/2KKGWEF
via IFTTT
Next Post Previous Post