সাঘাটায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : গাইবান্ধার সাঘাটা উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার। ১৬ আগষ্ট শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। বুরুঙ্গি নামক স্থানে লাইনের পাশ থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বোনারপাড়া রেলওয়ে জি আর পি থানা পুলিশ।

জানাযায়, সান্তাহার থেকে পঞ্চগড় গামী সেভেন আপ মেইল ট্রেনের ধাক্কায় শুক্রবার কোন এক সময় উক্ত অজ্ঞাত ব্যাক্তির মৃত্যু ঘটে। বোনারপাড়া ষ্টেশনের জি আর পি থানা পুলিশ খবর পেয়ে রাতে এইট ডাউন ট্রেন যোগে লাশ বুরুঙ্গি লাইনের পাশ থেকে উদ্ধার করে জি আর পি থানায় নিয়ে আসে। বোনারপাড়া রেলওয়ে জি আর পি থানার এস আই মতিন মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছে। শরীরে কোনো আঘাতের দাগ না থাকায় মৃত্যু নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।



from BDJAHAN https://ift.tt/2Zf6ehX
via IFTTT
Next Post Previous Post