কেশবপুরে বাল্যবিবাহের অভিযোগে বর-কনের কারাদন্ড
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে : কেশবপুরে বাল্যবিবাহের অভিযোগে ভ্রাম্যমান আদালত বর-কনের কারাদন্ড প্রদান করেছেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, কেশবপুর সাহা পাড়ার উজ্জ্বল হাসার পূত্র সৌরভ সাহা (২০) একই গ্রামের গোপাল সেনের কন্যা প্রিয়া সেন (১৮)কে পরিবারের অমতে গত ১৪ আগস্ট যশোরে নোটারী পাবলিকে এফিডেবিট মাধ্যমে বিবাহ করে। খবরপেয়ে কেশবপুর থানার বে-রসিক পুলিশ রবিবার ভোরে তাদের আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান ভ্রাম্যমান আদালত বসিয়ে বাল্যবিবাহের অপরাধে কনে প্রিয়া সেনকে ১ বছর ও বর সৌরভ সাহাকে ১ মাসের কারাদন্ড প্রদান করেন।
from BDJAHAN https://ift.tt/2z933hg
via IFTTT