রাবির হল খুলছে শনিবার, ক্লাস শুরু রোববার

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঈদুল আযাহা ও জাতীয় শোক দিবসের ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলো খুলে দেয়া হবে শনিবার (২৪ আগস্ট)। ক্লাল-পরীক্ষা শুরু হবে পরদিন রোববার থেকে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এসব তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক প্রভাষ বলেন, ‘ছুটি শেষে শনিবার (২৪ আগস্ট) সকাল দশটায় আবাসিক হলগুলো খুলে দেয়া হবে। ২২ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। ২৩ ও ২৪ আগস্ট সাপ্তহিক ছুটি হওয়ায় রোববার (২৫ আগস্ট) থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে।’ এর আগে ৭ আগস্ট থেকে ছুটিতে যায় বিশ্ববিদ্যালয়টি। ৮ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২ টায় হল বন্ধ করা হয়।  অফিসসমূহ ৮ থেকে ছুটি শুরু হয়ে ২২ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। ২৩ ও ২৪ আগস্ট সাপ্তাহিক ছুটি থাকায় রোববার (২৫ আগস্ট) থেকে অফিসসমূহ খোলা হবে


from BDJAHAN https://ift.tt/2KLtZu0
via IFTTT
Next Post Previous Post