চিরিরবন্দরে আগুনে পুড়ে ১০ মাসের শিশুর মৃত্যু
মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের তেলীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ‘দুপুরে তেলীপাড়া গ্রামের আলমগীর হোসেনের বাড়ির রান্নাঘর হতে শয়ন ঘরসহ বাড়ির বারান্দায় আগুন লাগে। আগুনে আলমগীর হোসেনের দশ মাস বয়সী শিশুপুত্র মুরাদ আগুনে পুড়ে আঙ্গার হয়ে যায়। এছাড়াও ঘরে রক্ষিত কাপড় ধান চালসহ সর্বস্ব পুড়ে যায়।
ঘটনার সময় শিশুটির মা বিশেষ কাজে বাইরে গেলে ঘরে হঠাৎ আগুন লাগে এবং শিশু মুরাদ মারা যায়। স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বারান্দায় থাকা শিশুটি পুড়ে মারা যায়। ঘটনার পরপরই চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী ঘটনাস্থল পরিদর্শন করে আর্ধিক সহযোগিতা প্রদান করেন।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ মাহবুবুর রহমান সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রান্নাঘর হতে আগুনের সূত্রপাত হয়েছে।
from BDJAHAN https://ift.tt/31UcNZ0
via IFTTT