সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হবে ২১ আগস্ট

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে : কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৯ উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা ও গণভোজ ২১ আগস্ট বুধবার দুপুরে সুফলাকাটি ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হবে। সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনির পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, সাংগঠনিক সম্পাদক কেশবপুর সদর ইউপির প্যানেল চেয়ারম্যান গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক ও যুগ্ম-আহ্বায়ক খন্দকার আব্দুল আজিজ।



from BDJAHAN https://ift.tt/2KIAEFr
via IFTTT
Next Post Previous Post