জেলা যুবলীগের সভাপতির অফিসে হামলা ও ভাংচুর ঘটনার প্রতিবাদে নন্দীগ্রামে যুবলীগের বিক্ষোভ মিছিল
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের অফিসে হামলা ও ভাংচুর ঘটনার প্রতিবাদে নন্দীগ্রাম উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ শে আগস্ট বেলা ১১টায় দলীয় কার্যালয়ের সামনে হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এরপর উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্তের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, আওয়ামী লীগ নেতা স্বপন চন্দ্র মহন্ত, শামীম শেখ, শাহজাহান আলী সাজু, সোহেল রানা সোহাগ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এমআর জামান রাসেল, সহ-সভাপতি নিরেন চন্দ্র, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেনজির, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রয়েল, সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন সুমন, যুবলীগ নেতা মোফাজ্জল বারী, এনামুল হক, আব্দুস সাত্তার, আকতার হোসেন, সামিউল্লাহ স¤্রাট, আব্দুল কুদ্দুস, রইচ উদ্দিন, লিটন কুমার, ফারুক হোসেন, দিলীপ কুমার, আব্দুর রউফ, সিরাজুল ইসলাম শুকুর, শাহিনুর রহমান, আসকান আলী, রবিন চন্দ্র, বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ উপজেলা শাখার সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আল-হেলাল, ছাত্রলীগ নেতা শুভ আহমেদ, সাইফুল ইসলাম দুলাল ও আল আমিন প্রমুখ। বক্তাগণ বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের অফিসে ন্যাক্কারজনক হামলা ও ভাংচুর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এহেন ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
from BDJAHAN https://ift.tt/2HchKos
via IFTTT