বগুড়া ডিবি পুলিশের সাফল্য ৩৩ হাজার পিচ ইয়াবা উদ্ধার

বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়া’র ডিবি পুলিশ তথ্য প্রাপ্তির ভিত্তিতে ঢাকার মিরপুর-১ মধ্যপাইক পাড়ায় অভিযান চালিয়ে মোট ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় ১ জনকে আটক করা হয়েছে। বগুড়া ডিবি ইনচার্জ আসলাম আলী জানান, গত ১৬ আগষ্ট বগুড়ার ডিবি পুলিশ বগুড়া শহরের চারমাথা এলাকা থেকে ৩ হাজার ৫শত পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করে। পরে আটককৃতদের ২ দিনের রিমান্ডে আনা হয়। ডিবি পুলিশে’র জিজ্ঞাসাবাদে আসামী ফারুক তার ঢাকাস্থ ভাড়া বাসায় আরও বিপুল পরিমানে ইয়াবা ট্যাবলেট মজুদ রাখার কথা স্বীকার করে। এর পর পরই গতকাল শনিবার ডিবি পুলিশের একটি টিম ফারুক কে সঙ্গে নিয়ে তার ঢাকাস্থ মিরপুর-১ মধ্যপাইকপাড়া এ,বি,সি ভিলা -০২ এর ভাড়া বাসার চতুর্থতলায় অভিযান চালায়। এ সময় বাসার ৪০৩ নম্বর রুমের ভিতর থেকে একটি কালো রঙের স্কুল ব্যাগ থেকে ০৮ (আট) টি প্যাকেটে রক্ষিত ৩০ হাজার (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট আটক করে। এ সময় তার সহযোগী মোঃ ফয়েজ উদ্দিনকে আটক করে।আটককৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬এর (১) টেবিলের ১০ (খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।



from BDJAHAN https://ift.tt/2ZahvjP
via IFTTT
Next Post Previous Post