ভর্তি ফরমের মূল্য কমানোর দাবি রাবি ছাত্রলীগের
রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফরমের মূল্য কমানোর দাবি জানিয়েছে রাবি শাখা ছাত্রলীগ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর দেয়া স্মারকলিপিতে আরো তিন দফা দাবি জানানো হয়। উপাচার্যের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ‘ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানো, প্রত্যেক ভর্তি পরীক্ষার্থীকে যোগ্যতা অনুসারে ইউনিটে পরীক্ষা দেওয়ার সুযোগ দেয়া, প্রতি ইউনিটে ৩২ হাজার সিলেকশন পদ্ধতি বাতিল করা এবং নতুন বিভাগ খোলা।’ এসময় রাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে ফরমের মূল্য কমানোর দাবিতে গত বৃহস্পতিবার রাবি ছাত্রদলের নেতাকর্মীরা উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে। গত রোববার একই দাবিতে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবাণিজ্য বিরোধী শিক্ষার্থীবৃন্দ। গত সোমবার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আজ মঙ্গলবার একই দাবিতে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করেছে ভর্তিচ্ছু সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
from BDJAHAN https://ift.tt/2YfK1F6
via IFTTT