জয় বাংলার গান
ডি. এম আলামিন :
ঘুমের ঘোরে শুনি আমি পিতার আহ্বান,
গাও হে বাংলার বীর সন্তান গাও তুমি জয় বাংলার গান।
নতুন যুদ্ধে যেতে তৈরি হতে হবে যে তোমায়,
নেবে তুমি প্রতিশোধ যারা রক্তাক্ত করেছে আমায়।
জ্বালাও হাতে মশাল উদ্ধে তোলো ঢাল,
আজ তাকিয়ে আছে তোমার দিকে অনন্ত মহাকাল।
সামনে এগিয়ে যাও তুমি তোমার পিছনে রয়েছে নতুন যাত্রী,
তাদের চক্ষু নিদা্রা বিহীন যারা
এ দেশ কে পাহারা দিচ্ছে দিবারাত্রি।
আজ ও বয়ে চলেছে বাংলা্র বুকে মেঘনা যমুনা গঙ্গাএী,
তোমাদের ওঠতে হবে জেগে কারণ তোমারাই নতুন পথের যাত্রী।
মনে রেখো তুমি তোমারই একটি জাতি যারা জীবন দিয়েছে ভাষার জন্য মাতৃই,
হাতে নাও লোঙোর নৌকায় তলো পাল,
যুদ্ধ করতে হবে যে মোদের একাত্তরে ছিল যারা দালাল।
লাল সবুজের পতাকা যাদের,
সামনে যেতে ভয় কি তাদের।
শক্র কে মোরা করব দমন,
বাংলার বীর সন্তান আমারই
এক দিন সবার উদ্ধে করব গমন ।
ডি,এম আল আমিন
ইংরেজি বিভাগের শিক্ষার্থী
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
from BDJAHAN https://ift.tt/2YqyNbO
via IFTTT