ধলেশ্বরীতে নিখোঁজ দুই ছাত্রের লাশ উদ্ধার
অনলাইন ডেস্ক : সাভারের ব্যাংক টাউনে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ তিন শিক্ষার্থীর মধ্যে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। সকালে আকাশ নামে এক জনের লাশ উদ্ধার করা হয়। পরে দুপুরের দিকে মেহেদী নামে আরো এক শিক্ষার্থীকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় রাজন নামে আরেকজন নিখোঁজ রয়েছেন। রবিবার বেলা পৌনে ১১টার দিকে ব্যাংক টাউন এলাকার ধলেশ্বরী নদী থেকে লাশটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে দুপুরে ১ টার দিকে বলিয়ারপুর কন্ডা ব্রীজ এলাকা থেকে নিখোঁজ মেহেদীর লাশ উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেন সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ।
প্রসঙ্গত, শনিবার বেলা ১১টায় সাভারের ধলেশ্বরী নদীতে নৌভ্রমণে এসে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিন শিক্ষার্থী। নিখোঁজ আরও দুই শিক্ষার্থী হলো- ওই কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী (১৭) ও রাজন (১৭)।
ফায়ার সার্ভিসের সাভার শাখার সিনিয়র স্টেশন মাস্টার লিটন আহমেদ জানান, রোববার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু হয়েছে। ফায়ার সার্ভিসের দু’জন ডুবুরি এবং ১০ জন সদস্য এ অভিযানে কাজ করছে। এছাড়া আমিনবাজারের তুরাগ নদীতেও আমাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
from BDJAHAN https://ift.tt/30YMQXY
via IFTTT