সিংড়ায় জমে উঠেছে কুরবানী গরুর হাট

আবু জাফর সিদ্দিকী, সিংড়া : নাটোরের সিংড়ায় জমে উঠেছে কুরবানী গরুর হাট। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরুর হাটে হাজার হাজার ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটেছে। জানা যায়, সিংড়া পৌরসভার ফেরিঘাট এলাকায় প্রতি সোমবার গরুর হাট বসে। সোমবার ভোর হতেই বগুড়া, নাটোর ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা-বিক্রেতা আসতে থাকে। সকাল ১০টা বাজতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সিংড়া ফেরিঘাট এলাকায় গরুর হাটে আসা গুরুদাসপুরের মানিক একটি গরু নিয়ে এসেছেন, গরুর নাম ভোলা। দাম উঠেছে ২ লক্ষ টাকা। তিনি জানালেন দামে খুশি তবে ২ লক্ষ ৩০ হাজার হলে বিক্রি করবেন। বিভিন্ন জায়গা থেকে আসা একাধিক গরুর বিক্রেতা জানান সিংড়া গরুর হাট অনেক বড়, এখানে কোন দালাল নাই, নাই কোন ছিনতাইকারী। নির্বিঘেœ গরু ক্রয় বিক্রয় করছে সবাই। তবে জায়গা সঙ্কট হওয়ায় আশেপাশের এলাকায় ক্রয় বিক্রয় চলছে। এদিকে ঈদ উপলক্ষে ১০ আগষ্ট শনিবার গরুর হাট বসবে বলে হাট কর্তৃপক্ষ জানান।

সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস জানান, গরুর হাটে কোন চাঁদাবাজি নাই, কোন ধরনের অপরাধ নাই। মানুষদের দালালের খপ্পরে পড়ার সুযোগ নাই। নির্বিঘেœ ক্রয় বিক্রয় করতে পারছেন। জনসাধারণের নিরাপত্তার জন্য হাট কর্তৃপক্ষ সজাগ রয়েছে বলেও জানান তিনি।



from BDJAHAN https://ift.tt/2LMIwr7
via IFTTT
Next Post Previous Post