কোরবানীর পশু সিংগাইরে ৪০ মণের ‘বাবুরাজ’

সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা : আসন্ন পবিত্র কোরবানীর ঈদকে উপলক্ষ্য করে সিংগাইর উপজেলায় নজর কেড়েছে ‘বাবুরাজ’। উপজেলার পৌর এলাকা রঙ্গেরবাজারের আয়নাল কসাইয়ের খামারে বেড়ে উঠা শান্তশিষ্ট বলে তার নামকরণ করা হয়েছে ‘বাবুরাজ’। ওজন প্রায় ৪০ মণ। খামারী আয়নাল কসাই দুই বছর বিদেশী ‘ফ্রিজিয়ান প্রোফ’ যা বাংলায় শংকর জাত হিসেবে পরিচিত ষাঁড়টি লালন-পালন করছেন। কোরবানিতে এটিকে বিক্রির লক্ষ্যে হাটে তুলবেন। তবে বাড়ি হতে ভাল দাম পেলে বিক্রি করবেন বলে জানান খামারী।

এদিকে বিশালাকৃতির ‘বাবুরাজ’-কে এক নজড় দেখতে আশপাশের মানুষ এসে জড় হতে শুরু করেছে। খামরী আয়নাল কসাই বলেন, সম্পূর্ণ দেশীয় পরিচর্যায় পরম মমতা সহকারে বিগত দুই বছর যাবৎ ‘বাবুরাজ’-কে লালন-পালন করছেন। দুই বছর আগে এটিকে দুই লাখ দশ হাজার টাকা দিয়ে কিনেছিলেন এই খামারী। ষাঁড়টির পেছনে দিনে গড়ে প্রায় ১-২ হাজার টাকা খরচ লাগে। প্রতিদিনের খাবারের তালিকায় রয়েছে ২০ কেজি কাঁচা ঘাস, ১০-১৫ কেজি ভূষি, ২ হালি মালতা, ৩ হালি সবরি কলা। এছাড়াও ভূট্টা, ডাবরি ও খড় ছাড়াও প্রয়োজনীয় বিভিন্ন খাদ্য সামগ্রী রয়েছে খাবারের তালিকায়। ‘বাবুরাজ’-কে দেখাশুনা করার জন্য সকাল হতে সন্ধা পর্যন্ত আয়নাল কসাই ছাড়াও রয়েছে তার ছেলে। প্রতিদিন ৪-৬ বার বিশুদ্ধ পানি দ্বারা গোসল করানো হচ্ছে। আয়নাল কসাই আরো বলেন, ‘বাবুরাজ’-কে ভাল দামে বিক্রি করতে পারতে দীর্ঘ দিনের পরিশ্রম স্বার্থক হবে।

সিংগাইর উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের ভেটেনারী সার্জন ডাঃ মোঃ ফারুক আহম্মদ বলেন, উপজেলার ১ হাজার ৫০ টি খামারের মধ্যে বিশাকৃতির ‘বাবুরাজ’-কে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। তিনি আরো বলেন, এ ষাঁড়টি বর্তমানে সম্পূর্ণ সুস্থ ও সবল আছে। এপি বিদেশী প্রজাতি ‘ফ্রিজিয়ান প্রোফ’ জাতের।



from BDJAHAN https://ift.tt/32ViwPK
via IFTTT
Next Post Previous Post