সিলেটে থানায় সাব ইন্সপেক্টরের আত্মহত্যা
সিলেট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট থানায় পুলিশ কোয়ার্টারের মধ্যে আত্মহত্যা করেছেন সুদীপ বড়ুয়া (৪৫) নামের এক সাব-ইন্সপেক্টর (এসআই)। নিহত সুদীপ বড়ুয়া গোয়ানঘাট থানায় উপ পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। গতকাল রোববার বিকেলে থানা কম্পাউন্ডের বাসা থেকে সুদীপের লাশ উদ্ধার করে পুলিশ। সদীপ বড়ুয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকার মৃত রবীন্দ্র লাল বড়ুয়ার ছেলে।
গোয়ানঘাট থানার ডিউটি অফিসার সালাউদ্দিন জানান,রোববার দুপুর ২টা পর্যন্ত থানায় ছিলেন সুদীপ বড়ুয়া। এরপর থানা এলাকায় নিজের বাসায় যান তিনি। এর কিছুক্ষণ পর তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
তিনি চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি তিনি গোয়াইনঘাট থানায় যোগদান করেন।
from BDJAHAN http://bit.ly/2WwGP6r
via IFTTT