নন্দীগ্রামে ছেলের হাতে পিতা খুন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ছেলের হাতে পিতা খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম সদরের পূর্বপাড়ায়। জানা গেছে, নন্দীগ্রাম পূর্বপাড়ার নিজাম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৫০) তার ছেলে রনি আহমেদ (৩০) এর নিকট থেকে টাকার হিসাব চাওয়ায় এ খুনের ঘটনা ঘটে। আনোয়ার হোসেন তার ছেলে রনি আহমেদকে লেগুনা কিনে দেয়। যার আয়-ব্যয় হিসাব রনি আহমেদ নিজেই রাখে। ৩০ শে মে দুপুর আনুমানিক ১২ টায় আনোয়ার হোসেন তার ছেলে রনি আহমেদের কাছে টাকার হিসাব চাইলে পিতাপুত্রের মধ্যে বাকবিতন্ডতা শুরু হয়। এক পর্যায়ে রনি আহমেদ তার পিতা আনোয়ার হোসেনের পেটে ছুরিকাঘাত করে। তখন সে মাটিতে লুটিয়ে পরে। এরপর তাকে দ্রুত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে। পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। এ ঘটনার পরেই রনি আহমেদ দ্রুত পালিয়ে যায়। পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ শওকত কবিরের সাথে কথা বললে তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আনোয়ার হোসেনের মরদেহ ময়না তদন্তের ব্যবস্থা করা হয়েছে। ঘটনায় জড়িত রনি আহমেদকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে। আনোয়ার হোসেন নন্দীগ্রাম পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও এলাকায় একজন সমাজসেবক হিসেবে পরিচিত ছিল। তাকে খুন করার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙ্গে পড়েছে স্বজনরা।
from BDJAHAN http://bit.ly/2WuZDCN
via IFTTT