রাজশাহীতে শ্বাশুড়িকে হত্যা করে মাটিচাপা’পুত্রবধু গ্রেফতার
নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে শ্বাশুড়িকে হত্যা করে মাটিচাপা দিয়েছেন তার পূত্রবধূ। জেলার তানোর উপজেলার প্রকাশনগর আদর্শ গুচ্ছগ্রামে ঘটনাটি ঘটেছে। বিষয়টি জানাজানি হলে বুধবার দিবাগত রাতে পুলিশ লাশ উদ্ধার করে। এর আগে দুপুরে লাঠির আঘাতে হত্যা করে বাড়ির আঙ্গিনায় শ্বাশুড়ির লাশ পুঁতে ফেলা হয়। নিহত নারীর নাম মোমেনা বেগম (৪৫)। তার স্বামীর নাম রমজান আলী। আর পূত্রবধূর নাম সখিনা বেগম (২২)। সখিনার স্বামীর নাম মোস্তাফিজুর রহমান। ঘটনার পর পুলিশ গৃহবধূ সখিনা বেগমকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের কাছে হত্যাকা-ের স্বীকারোক্তি দিয়েছেন। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, বুধবার সকালে শ্বাশুড়ির সঙ্গে সখিনার ঝগড়া হয়। ওই সময় শ্বাশুড়ি মোমেনা বেগম তাকে মারপিট করেন। দুপুরে তার শ্বাশুড়ি ঘুমান। ওই সময় বাঁশ দিয়ে শ্বাশুড়ির মাথায় আঘাত করেন সখিনা। এতেই তিনি মারা যান। এরপর বাড়ির আঙ্গিনায় গর্ত করে মোমেনাকে মাটি চাপা দেন সখিনা। ঘটনার সময় শ্বাশুড়ি-পূত্রবধূ ছাড়া বাড়িতে আর কেউ ছিলেন না। তাই ফাঁকা বাড়িতেই এই কা- ঘটনা পূত্রবধূ। ওসি জানান, শ্বাশুড়িকে মাটিচাপা দেয়ার পর পাশের বাড়িতে গিয়ে সখিনা আরেক গৃহবধূকে ঘটনাটি বলেন। এরপর বিষয়টি প্রতিবেশীদের মধ্যে ছড়িয়ে পড়ে। সন্ধ্যায় স্থানীয় পৌরসভার কাউন্সিলর আবুল বাশারসহ প্রতিবেশীরা গিয়ে সখিনা আটক করে পুলিশে খবর দেন। পরে তারা গিয়ে লাশ উদ্ধার করেন। একইসঙ্গে সখিনাকে থানায় নেওয়া হয়। এ নিয়ে তার বিরুদ্ধে হত্যা মামলা করেছেন নিহত মোমেনা বেগমের ভাই আবদুল হালিম ভুট্টু। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে সখিনাকে আদালতে পাঠানো হয়েছে।
from BDJAHAN http://bit.ly/2wralvw
via IFTTT